গান্ধী থেকে মহাত্মা গান্ধী / Making of Mahatma Gandhi
গান্ধীজী এমনই এক চরিত্র, যাকে প্রত্যেক বছরেই শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বজুড়ে নতুন নতুন দৃষ্টিকোণে মানুষ মূল্যায়ন করতে বাধ্য হয়েছে। অর্থাৎ তাঁকে, সে তিনি যতই বিতর্কিত হন, যতই নিন্দিত হন, কখনো তাঁকে এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। ছোট থেকে শুনেছি, গান্ধীজীর অহিংস আন্দোলন এই পৃথিবীতে অচল। রক্তপাতের বিরুদ্ধে বিনা রক্তপাতে কোন কিছু হাসিল করা সম্ভব নয়, দেশের স্বাধীনতা তো নয়ই। আরও শুনেছি, বাম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসীরা একসময় বলতেন, তিনি যতই ভিক্ষুকের বেশে থাকুন না কেন, সাধুর বেশে থাকুন না কেন, তিনি আসলে সমাজের ধনী শ্রেণীর প্রতিনিধি --- একজন ধূর্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। পূর্ব বাংলা থেকে আগত বর্ণ-হিন্দু পরিবারের কাছে তিনিই দেশভাগের জন্য অভিযুক্ত, তিনিই দায়ী। আর হিন্দুত্বের রাজনীতিতে যারা বিশ্বাস করেন, তাদের কাছে অপছন্দের তালিকায় তিনিই হলেন প্রথম ব্যক্তি। অথচ ... অথচ কি আশ্চর্য দেখুন, নাথুরাম গডসে তাঁর বুকে বুলেট গেঁথে দিলেও মৃত্যুর ৭৩ বছর পরেও তিনি সর্বত্র আছেন। বিশ্বের প্রায় ৭০টি দেশে তাঁরই মূর্তি এখনও জ্বলজ্বল করছে। একথা অস্বীকার করা যায় না যে, রাজনীতিতে তাঁর অহিংস পথের পথিক কেউই ...