Posts

Showing posts from May, 2022

রাজা রামমোহন রায় : জীবনসংগ্রাম ও বিরোধীপক্ষ

Image
রাজা রামমোহন রায়, তাঁর জীবনসংগ্রাম, তাঁর বিরোধীপক্ষ -- এসব নিয়ে তথ্যনির্ভর আলোচনা করাই এই রচনাটির উদ্দেশ্য। এ কথা অনস্বীকার্য যে, শুধুমাত্র এই একটি প্রচেষ্টাতেই  বাংলার নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়কে  আধুনিক ভারতের জনক,  ভারতের প্রথম আধুনিক পুরুষ হিসাবে তুলে ধরা যায় না, ব্যাপারটা একদমই অসম্ভব। তবু একটা চেষ্টা শুরু তো  করাই যেতেই পারে। রাজা রামমোহন রায় (ছবিঃ ইন্টারনেট)  ১ রাজা রামমোহন রায়ের প্রথম যিনি বিরোধিতা করেছিলেন , তিনি হলেন তার বাবা রামকান্ত রায়। রামকান্ত রায়ের দ্বিতীয় স্ত্রী তারিণী দেবীর গর্ভে ছোট ছেলে হিসাবে রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার রাধানগর গ্রামে । তারিখ ছিল ১৭৭২ খ্রিস্টাব্দের ২২শে মে। শৈশবে রাজা রামমোহন রায়ের আশ্চর্য মেধা দেখে এই বাবাই স্থির করেছিলেন যে ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে।   ছেলেকে উচ্চশিক্ষিত করতে হবে। সংস্কৃত পড়তে তিনি ছেলেকে কাশিতে পাঠালেন। ছেলে সংস্কৃতে পন্ডিত হয়ে আসার পরে ফারসি শেখার জন্য তিনি ছেলেকে পাটনা পাঠালেন । ছেলে ফার্ সিতে পন্ডিত হয়ে বাড়ি ফিরলেন। কিন্তু এত ...