Posts

Showing posts from June, 2022

গুরুসদয় দত্ত : ব্রতচারী প্রতিষ্ঠাতার জীবনী / Gurusaday Dutta : Biography of Bratachari Founder

Image
  This Bengali article deals with the Biography of Gurusaday Dutt or Dutta ( গুরুসদয় দত্ত ), the founder of Bratachari Movement. It's really an unbelievable life story ( জীবনকাহিনী ). ১৯২৮ সালের ২৮শে মার্চ। বামুনগাছি লোকো কারখানার গেটে অনেক শ্রমিক সেদিন জড়ো হয়ে ধর্মঘটে সামিল হয়েছিলেন । ‌ তাদের দাবি ছিল একটাই, মাইনে বাড়াতে হবে । কিন্তু সেই আন্দোলনরত শ্রমিকদের উপরে আচমকা ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশ পুলিশ বাহিনী। পুলিশের গুলিতে ৪ জন শ্রমিকের মৃত্যু হল, আহত ৫০ জনেরও বেশি। তখন জেলাশাসক ছিলেন একজন ভারতীয় আইসিএস অফিসার । তিনিই সেই নৃশংস ঘটনার তদন্তভার নিয়েছিলেন। তদন্ত শেষে তিনি Mr. Sturgis এবং Mr. Cristi – এই দুই ইংরেজ অফিসারকে দোষী সাব্যস্ত করেন । ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে ব্রিটিশদের দোষী সাব্যস্ত করছেন একজন ভারতীয় আইসিএস অফিসার--- এটা ব্রিটিশদের পক্ষে হজম করাটা খুব শক্ত ছিল ।  ফলাফল  হিসাবে দেখা গেল যে, অচিরেই সেই ভারতীয় অফিসারের হাওড়া থেকে ময়মনসিংহে বদলি ।   সেদিনের কর্তব্যপরায়ন সেই ভারতীয় আইসিএস অফিসারটির নাম গুরুসদয় দত্ত । #  গুরুসদয় দত্ত :...