শ্রদ্ধার্ঘ্য : তরুণ মজুমদার : অসামান্য জীবনী / Tribute to Tarun Majumdar : Biography / Life Story
অবিভক্ত পূর্ববঙ্গের এক সাবেক ছোট্ট শহর, বগুড়া --- সেখানেই মধ্যবিত্ত এক ছাপোষা পরিবারে ১৯৩১ সালের ৮ই জানুয়ারিতে তাঁর জন্ম হয়েছিল। ছেলেবেলা কেটেছে সেই ছোট্ট শহরেই। সে সময়ে সেই শহরে দুটো সিনেমাহল ছিল। কলকাতা বা বোম্বের ছবি সেখানে বেশ চালানো হতো, সেসব ছবি তিনি বুঁদ হয়ে দেখতেন। সিনেমা হলে গিয়ে ছবি দেখার ক্ষেত্রে বাড়িতে কিন্তু বড়দের কোন বাঁধানিষেধ ছিল না। সেই সিনেমা হলগুলোতেই তিনি প্রথম চার্লি চ্যাপলিনের ছবি দেখেছিলেন। সেসব সিনেমা দেখতে দেখতেই নিজেরেই অজান্তে সিনেমার প্রতি তার একটা অদম্য টান তৈরি হয়েছিল। ১৯৪৫ সাল। দেশভাগের দুবছর আগেই মাত্র ১৪ বছর বয়সে তিনি চলে আসেন এপার বাংলায়। কলকাতার সেন্ট পলস কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। সেন্ট পলস থেকে আই এস সি পরীক্ষায় পাশ করার পর, স্কটিশ চার্চ কলেজে তিনি কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ভর্তি হলেন, এবং সেখান থেকেই গ্রাজুয়েশন করলেন। # এদিকে, পড়াশোনার পাশাপাশি চলচ্চিত্রের প্রতি তার টান উত্তরোত্তর বাড়তেই থাকল। একসময় মেট্রো সিনেমার গলিতে প্রায় রোজই যাতায়াত করে সাইক্লোস্টাইলে ছবির স্ক্রিপ্ট তৈরি করা মন দিয়ে শিখলেন। তারপরেই একদিন তিনি বাড়ির বড়দ...