সাধক কবি রামপ্রসাদ সেন : রামপ্রসাদী শ্যামাসঙ্গীতের রূপকথা / Sadhak Ramprasad Sen Biography
সাধক কবি রামপ্রসাদ সেন জীবনী : রামপ্রসাদী শ্যামাসঙ্গীতের রূপকথা / Sadhak Ramprasad Sen Biography অকম্মার ঢেকীর গল্প রামপ্রসাদী শ্যামাসঙ্গীতের রূপকথা ভক্তদ্বয় : মহারাজা কৃষ্ণচন্দ্র এবং সিরাজউদ্দৌলা দুই মৃত্যুর গভীর অভিঘাত বুধো ডাকাতের নরবলি থেকে নিষ্কৃতি শেষ যাত্রা : ১৭৮১ সাল # ছবিঃ ফেসবুক ঘনঘন নালিশ যাচ্ছিল মনিবের কাছে । মনিব হলেন উত্তর কলকাতার গরানহাটার জমিদার দুর্গাচরন মিত্র । প্রথম প্রথম জমিদারমশাই তেমন কিচ্ছু বলেননি । শেষমেষ একদিন বিরক্ত হয়ে হিসেবের খাতাসমেত তলব করলেন অকম্মার ঢেকী সেই মুহুরীটিকে । মুহুরীর কাছ থেকে হিসেবের খাতা নিয়ে উল্টেপাল্টে দেখতে লাগলেন জমিদারবাবু । আশ্চর্য । খাতার কোন কোন পাতায় লেখা রয়েছে গান । হিসেবের খাতায় গান । এ তো মহা অপরাধ। হঠাৎ জমিদারের চোখ আটকে গেল একটি গানে । লেখা রয়েছে : “ আমায় দাও মা তবিলদারি আমি নিমকহারাম নই , শংকরী । ” গানটি পড়তে পড়তে জমিদারের বুকের ভেতর যেন মোচড় দিয়ে উঠল । ছি ছি , এ তিনি কি করেছেন ! কাকে তিনি সামান্য হিসেব লেখার কাজে লাগিয়েছেন ! লজ্জায় তার মাথা হেঁট হয়ে গেল ! সামনে অপরাধীর মত...