Posts

Showing posts from November, 2021

সাধক কবি রামপ্রসাদ সেন : রামপ্রসাদী শ্যামাসঙ্গীতের রূপকথা / Sadhak Ramprasad Sen Biography

Image
সাধক কবি রামপ্রসাদ সেন জীবনী  : রামপ্রসাদী শ্যামাসঙ্গীতের রূপকথা / Sadhak Ramprasad Sen Biography অকম্মার ঢেকীর গল্প রামপ্রসাদী শ্যামাসঙ্গীতের রূপকথা ভক্তদ্বয় : মহারাজা কৃষ্ণচন্দ্র এবং সিরাজউদ্দৌলা দুই মৃত্যুর গভীর অভিঘাত বুধো ডাকাতের নরবলি থেকে নিষ্কৃতি শেষ যাত্রা : ১৭৮১ সাল # ছবিঃ ফেসবুক ঘনঘন নালিশ যাচ্ছিল মনিবের কাছে । মনিব হলেন উত্তর কলকাতার গরানহাটার জমিদার দুর্গাচরন মিত্র । প্রথম প্রথম জমিদারমশাই তেমন  কিচ্ছু বলেননি । শেষমেষ একদিন বিরক্ত হয়ে হিসেবের খাতাসমেত তলব করলেন অকম্মার ঢেকী সেই মুহুরীটিকে । মুহুরীর কাছ থেকে হিসেবের খাতা নিয়ে উল্টেপাল্টে দেখতে লাগলেন জমিদারবাবু । আশ্চর্য । খাতার কোন কোন পাতায় লেখা রয়েছে গান । হিসেবের খাতায় গান । এ তো মহা অপরাধ।   হঠাৎ জমিদারের চোখ আটকে গেল একটি গানে । লেখা রয়েছে : “ আমায় দাও মা তবিলদারি আমি নিমকহারাম নই , শংকরী । ” গানটি পড়তে পড়তে জমিদারের বুকের ভেতর যেন মোচড় দিয়ে উঠল । ছি ছি , এ তিনি কি করেছেন ! কাকে তিনি সামান্য হিসেব লেখার কাজে লাগিয়েছেন ! লজ্জায় তার মাথা হেঁট হয়ে গেল ! সামনে অপরাধীর মত...

মহালয়া বেতার অনুষ্ঠানের আশ্চর্য গল্প / Unbelievable Story of Mahalaya Radio Programme

Image
মহালয়া বেতার অনুষ্ঠানের আশ্চর্য গল্প / Unbelievable Story of Mahalaya Radio Programme মহালয়া ।  এই   রেডিও অনুষ্ঠানটি যখন লাইভ সম্প্রচারিত হত , সেসময় অনুষ্ঠানের আগে কঠোর নিয়মনিষ্ঠার সাথে টানা তিন মাস রিহার্সাল চলত । রিহার্সাল করাতেন অনুষ্ঠানের মূল পরিকল্পনা যার , সেই বাণীকুমার যার আসল নাম ছিল বৈদ্যনাথ ভট্টাচার্য । কোন শিল্পীই সেই রিহার্সাল অবহেলা বা উপেক্ষা করতে পারতেন না। যত অসুবিধাই থাক রিহার্সালে হাজিরা   দিতেই হবে । তা , প্রখ্যাত সঙ্গীতশিল্পী হেমন্ত কুমার মুখোপাধ্যায় একসময় মহালয়া অনুষ্ঠানটির সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে ' জয় দুর্গা ' গানটি  তিনিই বরাবর করতেন।       সে বছর কি হলো, সালটা ছিল ১৯৫০ .   মুম্বাই আর টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে প্রবল ব্যস্ত ছিলেন হেমন্ত কুমার মুখোপাধ্যায় । ব্যস্ততার দরুন তিনি রিহার্সালে সময় দিতে পারলেন না। বাণীকুমারকে তিনি অনুরোধ করলেন, তাকে যেন সাময়িক অব্যাহতি দেওয়া হয়, তিনি পরে অনুষ্ঠানের আগেই কয়েকদিন রিহার্সাল করে অনুষ্ঠানে গান গেয়ে দেবেন। কিন্তু বাণীকুমার ছিলেন ভীষণ নিয়ম...