Posts

Showing posts from January, 2023

অদ্বৈত মল্লবর্মণ এক অসামান্য নদীর নাম : অসামান্য জীবনী / Adwaita Mallabarman Life Story

Image
This article is about : Adwaita Mallabarman Life Story (অদ্বৈত মল্লবর্মণ এক অসামান্য জীবন কাহিনী) সেদিন ছিল স্কুলের প্রথম ছাত্র ধর্মঘট। সময়টা ১৯২৭ কি '২৮ সাল। কুমিল্লা থেকে এসপি সাহেব আসছেন। আর ছাত্ররা ঠিক করেছে, তারা কিছুতেই ব্রিটিশদের পতাকা 'ইউনিয়ন জ্যাক’কে অভিনন্দন জানাবে না। ধর্মঘটের দিন স্কুল প্রায় জনমানবশূন্য। চারিদিকে চাপা উত্তেজনা। তা ফাঁকা স্কুল ঘরে কেউ কোথাও আছে কিনা দেখতে গিয়ে দেখা গেল, বড় হলঘরের এক কোনায় একজন ছাত্র ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই চলেছে। কারণ জিজ্ঞেস করতে জানা গেল, ছাত্রটি ভীষণ ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে এই জন্য যে, ছাত্রদের এই ধর্মঘট চললে সে আর স্কলারশিপ পাবে না, তাঁর স্কলারশিপ চলে গেলে স্কুলে পড়ার তাঁর আর কোন সুযোগ থাকবে না। সাহিত্যিক-প্রকাশক সুবোধ চৌধুরী সেদিনের সেই ঘটনার স্মৃতিচারণ করে বলেছেন, ছাত্রটি ছিল ভীষণ মেধাবী। কিন্তু এতই গরিব ঘরের ছেলে যে, নিজেদের খরচে পড়াশোনা চালিয়ে যাবার কোনো সামর্থ্যই তাঁর ছিল না। শোনা যায়, পাড়ার মালোরা অর্থাৎ জেলেরা, তাঁরাই পালা করে চাঁদা তুলে ছাত্রটিকে ব্রাহ্মণবাড়িয়া শহরে পড়তে পাঠিয়েছিল। কেন, চাঁদা তুলে কেন? আ...

জীবনানন্দ দাশ ও লাবণ্যদেবী : বিয়ের গল্প / Jibanananda Das and Labanya Debi : Marriage Story

Image
This article is about: Jibanananda Das and Labanya Debi : Marriage Story (জীবনানন্দ দাশ ও লাবণ্যদেবী : বিয়ের গল্প) তখন তিনি ঢাকার ইডেন কলেজের ছাত্রী। হোস্টেলে থাকতেন, একদিন হঠাৎ বাড়ি থেকে ডাক আসলো। জ্যাঠামশাই অমৃতলাল গুপ্ত ডেকে পাঠিয়েছেন। হোস্টেল থেকে বাড়ি কিন্তু বেশি দূরে ছিল না। আসলে সেই বাড়িটি ছিল তাঁর জ্যাঠামশাইয়ের বাড়ি। খুব ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে সেই ছাত্রীটি জ্যাঠামশাইয়ের কাছেই মানুষ। তা, সেদিন জ্যাঠামশাইয়ের ডাক পেয়ে হন্তদন্ত হয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। বৃষ্টিতে তখন রাস্তাঘাট কর্দমাক্ত। শাড়ি আর জুতোয় বেশ কাদাটাদা লাগিয়ে তিনি বাড়িতে উপস্থিত হলেন। জ্যাঠামশাই জানালেন, বাড়িতে একজন অতিথি এসেছেন। চা-জলখাবার দরকার। তা চা আর লুচি নিয়ে ইডেন কলেজের সেই ছাত্রীটি ঘরে ঢুকে দেখলেন ২৮/২৯ বছরের একজন ভদ্রলোক ঘরে চুপ করে বসে আছেন। গায়ের রং কালো, ধুতি-পাঞ্জাবি পরিহিত। মুহূর্তে একবার চোখাচোখি হল। জ্যাঠামশাই বললেন, ইনি দিল্লি থেকে এসেছেন। দিল্লীর রামযস কলেজের ইংরেজির অধ্যাপক। নাম-- জীবনানন্দ দাশ। তা, সেই নতুন অতিথি, তিনি কিন্তু দেখলেন, হাতে খাবারের প্লেট হাতে ঘরে উপস্থিত ...