বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম : উত্থান-পতনের আশ্চর্য ইতিহাস / History : Vande Mataram by Bankim Chandra
১৯৪৮ সালের ২৫শে আগষ্ট। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত “বন্দেমাতরম” গানটি দেশের জাতীয় সংগীত হওয়ার ক্ষেত্রে সহস্র যোজন পিছিয়ে গেল। সে বছর ছিল বাস্তবিক অর্থেই “বন্দেমাতরম” গানটির ক্লাইম্যাক্স পিরিয়ড। অবশ্য সেই ক্লাইমেক্স পিরিওড শুরু হয়েছিল আট বছর আগে --- ১৯৩৭ সালে! কী ঘটেছিল সে বছরে? আসব সেই আলোচনায়। তবে তার আগে, চলুন, আমরা জেনে নিই “বন্দেমাতরম” গানটির অবিশ্বাস্য সেই ইতিহাসের কথা। ১৮৭২ সালের এপ্রিল মাস। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর বিখ্যাত বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশ করলেন। এই বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনাকালেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করলেন তাঁর বিখ্যাত “বন্দেমাতরম” গানটি। অপূর্ব সেই সাহিত্যকর্মটি নিয়ে তখন কিন্তু তেমন কোন হৈচৈ দেখা যায় নি। বেশ কয়েক বছর পর ১৮৮২ সালে, যখনই গানটিকে তিনি "আনন্দমঠ" উপন্যাসে অন্তর্ভুক্ত করলেন, গানটির ঐতিহাসিক পথচলা শুরু হল। সত্যি কথা বলতে কি, “বন্দেমাতরম” গানটির অথবা “বন্দেমাতরম” ধ্বনিটির দীর্ঘ জীবন পথ আগাগোড়া বিভিন্ন অবিশ্বাস্য উত্থানপতন কিংবা গ্রহণ-বর্জনের দ্বারা আজও চিহ্নিত হয়ে আছে। বঙ্...