ছকভাঙা জগদ্ধাত্রী পূজা : কৃষ্ণনগরের গল্প / Exceptional Jagadhatri Puja : Krishnanagar
জগদ্ধাত্রী পূজা বাঙালির ঐতিহ্য। প্রতি বছর কৃষ্ণনগর-চন্দননগরসহ শান্তিপুর, নবদ্বীপ এবং আরো অন্যান্য জায়গায় ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। অস্বীকার করার উপায় নেই যে, বাংলার বুকে অনুষ্ঠিত হওয়া অজস্র জগদ্ধাত্রী পূজার মধ্যে বেশ কিছু পূজা আছে যা একেবারেই ব্যতিক্রমী, বলা যায় ছকভাঙ্গা পুজো ইতিহাসের প্রেক্ষিতে এই পুজোগুলি আসলে অনন্যসাধারণ। বলাবাহুল্য, সেই পুজোগুলিকে খুঁজে বার করা এবং সেই পুজোগুলি কী কারনে ব্যতিক্রমী বা ছকভাঙ্গা ---- তা যুক্তিসহ ব্যাখ্যা করা বেশ কষ্টসাধ্য। এই প্রতিবেদনে সেই কাজটি অত্যন্ত গুরুত্ব সহকারে করা হয়েছে। এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে কৃষ্ণনগর শহরের জগদ্ধাত্রী পূজাগুলিকে। এই প্রতিবেদনে পাঠ করে, আমার ধারণা, পাঠক সহজেই ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজোগুলির অবস্থান, ব্যতিক্রমী হওয়ার কারণ ও যুক্তিসহ ব্যাখ্যা ইত্যাদি বিষয়ে একটা ধারণা তৈরি করে নিতে পারবেন। ভবিষ্যতে চন্দননগর সহ অন্যান্য জায়গার ব্যতিক্রমী পুজোগুলিকে নিয়ে গবেষণা ভিত্তিক একটি প্রতিবেদন তৈরি করার পরিকল্পনা আছে। যাইহোক, এবার ইতিহাসের গল্প দিয়ে শুরু করা যাক। কৃষ্ণনগর । দুটি নদীর ভালোবাসায় ধী...